বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এই দিবস পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন বদলগাছী থানা পুলিশ। এরপর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর নেতৃত্বে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি – সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সোয়া ৭ টার দিকে বিজয় দিবসের র্যালীসহকারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল এর নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী। সকাল সাড়ে ৮ টায় বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ জোহর উপজেলা মডেল মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বিকাল ৩ টায় প্রীতি ফুটবল খেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বিজয় দিবস উপলক্ষে চারু, কারু এবং স্থানীয় ভাবে উৎপাদিত শিল্প পণ্যের সমারোহে দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে।