স্কাইটাচ্ ডিজাইন এন্ড হোল্ডিংস লিমিটেডের উদ্যোগে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ৯ টি মাদ্রাসায় এতিমদের মাঝে ৩০০ পিচ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফুলবাড়ী ইউনিয়নের ৯টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করে ৯টি মাদ্রাসায় ৩০০পিচ কম্বল শিক্ষকদের হাতে তুলে দেন বিশিষ্ট সমাজসেবক ও স্কাইটাচ্ ডিজাইন এন্ড হোল্ডিংস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল ওহাব। এসময় তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আমাদের প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতিবছর কম্বল বিতরণ করা হয়। এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবায় মহান ব্যত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল ওহাব’এর পিতা মোঃ আলহাজ্ব বদিউজ্জামান মাদ্রাসা কমিটির সদস্যরা ।