1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বগুড়ায় ২২ পরিবারের চালে ব্যাতিক্রম নবান্ন উৎসব - Uttarkon
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার দেশে রেমিট্যান্স আসায় শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় আমিরাত খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : মির্জা ফখরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার, ঘোষণা পরে-উপদেষ্টা মাহফুজ আলম এস আলমের ৬৮টি ব্যাংক হিসাব ফ্রিজ ও ১৬টি সম্পত্তি ক্রোকের আদেশ রংপুরের হারাগাছে শীতবস্ত্র বিতরণ শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল শাজাহানপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ সমাজসেবক ছোটনের আর্থিক সহযোগিতায় গাবতলীতে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বগুড়ায় ২২ পরিবারের চালে ব্যাতিক্রম নবান্ন উৎসব

  • সম্পাদনার সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩ বার প্রদশিত হয়েছে

বগুড়ার কাহালু উপজেলায় প্রভাতী থিয়েটারের আয়োজনে আল্লামের তাকিয়া হাইস্কুল এন্ড কলেজ শহীদ মিনার চত্বরে নবান্ন উপলক্ষে শিশুদের নিয়ে এক ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ঘরে ঘরে নবান্নের ঘ্রাণ জেগে উঠুক বাঙালির আপন প্রাণ’ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে আমন্ত্রিত অতিথিদের মুখে নতুন চালে, দুধ’, নারকেল এবং খেজুরের গুড় দিয়ে ক্ষীর এবং ১৩ প্রকার নতুন সবজি, ২২ পরিবারের চাল মিশ্রিত খিচুড়ি আপ্যায়নের মাধ্যমে শুরু হয়। প্রথমবারের মত প্রভাথি থিয়েটার ২২টি পরিবার থেকে কিছু কিছু চাল ও ১৩ প্রকার সবজি দিয়ে রান্না করে কৃষকের মুখে খাবার তুলে দেওয়া হয়। এঘটনাটি এলাকায় কৃষকদের মাঝে বেশ আনন্দ বার্তা দিয়েছে। উদ্ধোধন ঘোষণা করেন আল্লামের তাকিয়া হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিএম ফেরদৌস আলম পলাশ। ফিতা কেটে দু’জন কৃষকের মুখে পায়েস সবজি খিচুড়ি তুলে দেয়া হয়। পরে বিকাল সাড়ে তিনটায় দেশগান, নৃত্য, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন পাঁচপীর মাজার বালিকা বিদ্যালয় ও প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানে ছাত্র ছাত্রী এবং উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে একটি করে বকুল গাছের চারা তুলে দেন দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ মাসুদ হাসান রুনজু। পরে অংশ গ্রহণকারী শিশু শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন দিশারী ফুডস লিঃ এর চেয়ারম্যান এম রহমান সাগর। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সন্ধ্যায় শহীদ মিনারে ৫৪টি মোমবাতি প্রজ্জ্বলনের শুভ সূচনা করেন প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ জান্নাতুল ফেরদৌস। বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় “রণাঙ্গনে প্রতাপপুর-বামুজা যুদ্ধ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  পাঁচপীর মাজার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান এর সভাপতিত্বে আলোচক হিসাবে উপস্থিত থেকে সেই সময়ে ওই যুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন। আলোচনা শেষে বাংলাদেশ গ্রাম থিয়েটার মুক্তিযোদ্ধা জিয়া অঞ্চল এর তৃণমূল জনপদের সক্রিয় সংগঠন প্রভাতী থিয়েটারের পরিবেশনা ও মোঃ আব্দুল বাছেদ তনু’র রচনা ও নির্দেশনায় লোককথা লবান মঞ্চস্থ হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আজিজার রহমান তাজ, সাংবাদিক জিয়া শাহিন, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, স্থানীয় বিএনপি নেতা আব্দুর রশিদ, সেলিম রেজা, কবি সিকতা কাজল, কবি আবু রায়হান, নাগর থিয়েটারের ইনছান, মেম্বার আশিকুর রহমান, ভাইস চেয়ারম্যান আখতারুন নেছা, সাবেক ভাইস চেয়ারম্যান আফরোজ আক্তার রুমি প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন প্রভাতী থিয়েটারের সভাপতি আব্দুল বাছেদ তনু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies