রোটারী ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট মাস উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়া কর্তৃক বুধবার বিকাল ৩টায় বগুড়া সদরের মানিকচক এলাকায় অবস্থিত বেক্সটার ফার্মাসিউটিক্যালস্-এর কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটা. মো. সাইরুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. রেজাউল হাসান রানু, পাস্ট প্রেসিডেন্টরোটা. এম এ জিন্নাহ, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মাহবুবুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মোরশিদা খাতুন, পাস্ট প্রেসিডেন্টরোটা. মো. মোস্তাফিজার রহমান, ক্লাব সেক্রেটারি রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান জনি, ভাইস প্রেসিডেন্ট রোটা. মো. সাজেদুল বারী লিখন, ডাইরেক্টর রোটা. মো. সানাউল হক দুলাল, ডাইরেক্টর রোটা. ডা. মো. ইব্রাহিম খলিলুল্লাহ্, জয়েন্ট সেক্রেটারি রোটা. মো. নবিউল ইসলাম নয়ন, রোটা. মো. আখতারুল ইসলাম আখতার, বেক্সটার ফার্মাসিউটিক্যালস্-এর প্রোপ্রাইটর ও রোটারী ক্লাব অব বগুড়ার ভাইস প্রেসিডেন্ট রোটা. এম এম রুবেল তালুকদার, বেক্সটার ফার্মাসিউটিক্যালস্-এরডাইরেক্টর (এ্যাডমিন) মোছাঃ জুমরুদা আকতার, জেনারেল ম্যানেজার মো. নাজমুল হক, রোটারী ক্লাবের অফিস সহকারী মো. হাবিব সহ বেক্সটার ফার্মাসিউটিক্যালস্-এর কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, পরিদর্শনকালে রোটারিয়ানবৃন্দ বেক্সটার ফার্মাসিউটিক্যালস্-এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।