বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২০২৭ নব নির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার বিকালে সংসদের ‘গন্ধরাজ অডিটরিয়ামে বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২০২৭ নব নির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংসদের সহ-সভানেত্রী ফজিলাতুন্নেছা সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে কার্যনির্বাহী সদস্যদের শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বগুড়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর তাজিমা আক্তার, বগুড়া জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তার প্রতিনিধি হিসেবে বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন শিউলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদের উপদেষ্টা বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন, সংসদের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন এবং চেয়ারম্যান ও রোকেয়া হলের সাবেক প্রভোষ্ট প্রফেসর ড. তাজমেরী এস. এ. ইসলাম, সংসদের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবীদ সাবেক অধ্যক্ষ বগুড়া সরকারী শাহ সুলতান কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা হায়দার, সিনিয়র সহকারী কমিশনার রাবেয়া আফসার সায়েমা, সিনিয়র সহকারী কমিশনার (আর.ডি.সি.) মুর্শিদা খাতুন। এছাড়া সংসদের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, আজীবন, দাতা ও সাধারণ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা মাহমুদা হাকিম। অনুষ্ঠানে জেলা প্রশাসক হোসনা আফরোজা সংসদ উন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।