৭৬ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় কাটনারপাড়াস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মানবাধিকার কমিশন বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব নুরুন্নবী বুলু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল মাহমুদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কেন্দ্রীয় কমিটির ডেপুটি গভর্নর (ঢাকা)আলহাজ্ব রফিকুল ইসলাম ।এছাড়াও বক্তব্য রাখেন জেলা কমিটির নির্বাহী সভাপতি আলহাজ্ব আমিনুল হক,সহ সভাপতি জিয়া হাসান ঝিলাম, মীর্জা আহসানুল হক দুলাল, আলহাজ্ব নূরে আলম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আবু তাহের সানজু, আতাউল ওসমান গনি,সাংগঠনিক এ্যাড:হাসান কেরামত, রাজিব ও রঞ্জু প্রমুখ ।আলোচনা সভায় বক্তাগণ বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় যে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। কিন্তু বিশ্বে জাতিসংঘের ঘোষণা বাস্তবায়িত হয়নি।সভায় বক্তৃতাগণ সমাজের সকল অনিয়ম, বৈষম্য ও অসংগতি বিরুদ্ধে এবং সুশাসন প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে সচেতন নাগরিকবৃন্দকে মানবাধিকার বাস্তবায়নে কাজ করার আহবান জানান।