মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে উপজেলা কিশোর-কিশোরী স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও ডাসকো ফাউন্ডেশনের এ ইমপাওয়ার প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের এ ইমপাওয়ার প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মো: এবরাহিম খলিল, সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। সভায় প্রকল্প এলাকার শিক্ষক-শিক্ষার্থী, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।