বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সমাজের হত দরিদ্রদের কে স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি সকলকে সৎ মনোভাব নিয়ে সহযোগিতা করতে হবে। তবেই দেশ ও সমাজ উন্নত হবে।
১০ই ডিসেম্বর মঙ্গলবার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে সেবা গ্রহিতাদের মাঝে শিক্ষাবৃত্তি, দোকান ঘর ও বাইসাইকেল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গাবতলী উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল, চেয়ারম্যান রাজ্জাকুল আমিন রোকন তালুকদার , আব্দুল মজিদ, আব্দুল ওহাব মন্ডল, প্যানেল চেয়ারম্যান বাদল সরকার, হৃদয় হোসেন গোলজার, আবু জাফর প্রমূখ। এর আগে প্রধান অতিথি বিভিন্ন রাস্তা, ভূমি অফিস, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।