বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস -২০২৪ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং উপজেলা মহিলা বিষয়ক দপ্তর। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে দুর্নীতিবিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। এরপর ” নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২৪ পালন উপলক্ষে একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বদলগাছী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সরওয়ার ই জাহান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবুল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা শাহরিয়ার জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, জয়িতা নারী সোমা বানু প্রমুখ। শেষে উপজেলার তিনজন জয়িতাদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।