ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষণে আবারো উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার মমতা আরো একবার স্পষ্ট করলেন, ‘সংখ্যালঘুদের ওপর অত্যাচারের’ ঘটনায় তিনি উদ্বিগ্ন। একই সাথে সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘দাঙ্গা হিন্দু করে না, দাঙ্গা মুসলমান করে না, দাঙ্গা করে কিছু সমাজবিরোধী।’ সোমবার দুপুর বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দেন মমতা। স্বাস্থ্য-সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে হামলা হচ্ছে, তা দুঃখজনক।’ এর পরেই সব বিধায়কের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ উস্কানিমূলক বক্তৃতা দেবেন না।’ মমতার বক্তব্যে উঠে এসেছে ‘একটি রাজনৈতিক দলের’ কথা। তার অভিযোগ, ‘একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ফেক (ভুয়া) ভিডিও ছড়ানো হচ্ছে।’ একইসাথে তিনি উল্লেখ করেন, ‘যারা ভাবছেন এই সুযোগে রাজনৈতিক লাভ আছে, তারা জানবেন আপনাদের ক্ষতি হবে।’ তবে তিনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি। বাংলাদেশ নিয়ে তার দল এবং সরকারের পুরনো অবস্থানের কথা আবারো স্মরণ করিয়ে দিয়ে মমতা বলেন, ‘বাংলাদেশের ব্যাপারটা কেন্দ্রীয় সরকার দেখবে। আমরা কোনো পক্ষে নেই। আমরা সব পক্ষে। আজ পররাষ্ট্র সচিব (বাংলাদেশে) যাচ্ছেন। দেখা যাক কী হয়। আমাদের নীতি হলো, আমরা বিদেশনীতি মেনে চলব।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা