সারিয়াকান্দি( বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দি উপজেলা নির্বাহি অফিসার শাহরিয়ার রহমানের অপসারণ দাবিতে ফুঁসে ওঠেছে জামায়াত- শিবিরের নেতাকর্মীরা। ফ্যাসিবাদের দােসর,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনর্বাসনকারী,ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সন্ত্রাসী আখ্যা প্রদানকারী ইউএনও হিসেবে তার বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতারা। রবিবার(৮) ডিসেম্বর সকাল ৯ টায় জামায়াতে ইসলামি বাংলাদেশ, সারিয়াকান্দি পৌর শাখার উদ্যােগে একটি বিক্ষোভ বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এছাড়াও ইউএনও’ র চাকুরী অপসারণের ১ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ,সারিয়াকান্দি উপজেলা শাখা, সুশীল সমাজ সারিয়াকান্দি উপজেলা শাখার ব্যানারে উপজেলা পরিষদ চত্ত্বরে সভা- সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক এসব সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. মােহাম্মদ তােফাজ্জল হােসেন, সেক্রেটারী মাও. মােহাম্মদ এনামুল হক, সহ -সেক্রেটারী সাদিকুল ইসলাম স্বপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, ট্যালেন্ট আইডিয়াল কেজি অ্যান্ড পাবলিক হাইস্কুলের পরিচালক আহসান হাবিব সবুজ,স্বেচ্ছাসেবক দল নেতা রিপন মাহমুদ, রাজু আলম,সাবেক পৌর কাউন্সিলর সােহেল রানা, পৌর জাসাসের সভাপতি আব্দুল মােমিন, বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনের ব্যানারে বক্তব্য রাখেন, মােমিনুর রহমান, মুশফিকুর রহমান, আনােয়ার হােসেন বিপ্লব, সাংবাদিক শিবলী সরকার প্রমূখ।