সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি,জামায়াতের নেতা-কর্মী ও স্থানীয়রা। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সারিয়াকান্দি সরকারি মহিলা কলেজের মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি ডিগ্রি কলেজ গেইটের সামনে ঘুরে উপজেলা পরিষদে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় ইউএনও’র পদত্যাগের ১ দফা দাবিতে শ্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের সামনে বেলা ১১ টায় উপজেলার প্রায় শতাধিক বিভিন্ন পর্যায়ের রাজনীতি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সমন্বয়ে একটি মিছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে অবস্থান করেন। সেখানে বিক্ষোভকারীরা ইউএনওর পদত্যাগের দাবিতে জোরালো স্লোগান দেন। ঘন্টাব্যাপী চলা বিক্ষোভে ইউএনওর নানা অনিয়মের কথা গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে সহকারি সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। এসময় উপজেলা শিবির সভাপতি আব্দুস সোবহানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।