মোকামতলা( বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা পুলিশের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ০২কেজি মাদকদ্রব্য গাজা ও ২০ বোতল ফেনসিডিল সহ ০২জন মাদক ব্যবসায়ী হাতেনাতে গ্রেফতার। গত ০৬ই ডিসেম্বর /২৪বিকাল :৩টার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসরকের উপর ২কেজি মাদকদ্রব্য গাজা ও ২০ বোতল ফেনসিডিল ১টি কাপড় বহনের ব্যাগ এবং ১টি স্কুল ব্যাগসহ ১।: সিরাজুল ইসলাম(২৩) পিতা মো: জামের আলী, -সাং ঠ্যাংঝারা, থানা-হাতিবান্ধা, ২। মো: ফজলুল করিম(২ ১), পিতা-মো: লিয়কত আলী, , সাং-চাপারহাট পাটিকাপাড়া, থানা-কালীগঞ্জ, উভয় জেলা-লালমনিরহাট। পাটগ্রাম টু ঢাকা গামী “পাটগ্রাম এক্সপ্রেস” বাস হতে তাদের কে আটক করে। উভের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছ।