এ বছরের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসের মূল প্রতিপাদ্য ‘সমন্বিত ভবিষ্যতের জন্য স্বেচ্ছাসেবা’। স্বেচ্ছাসেবার মধ্য দিয়ে মানুষের অর্থবহ অবদানের মাধ্যমে আরো বেশি সমন্বিত ও সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এ দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসের ১৭ তারিখ অনুষ্ঠিত অধিবেশনে প্রতি বছর ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর ধারাবাহিকতায় টিআইবি, বগুড়া ওয়াইএমসিএ, পিইউপি, ফোকাস সোসাইটি, মুন লাইট, ডেভেলপমেন্ট সোসাইটি, পেসড, এনজিও ফোরাম ৭টি স্থানীয় সংস্থার আয়োজনে বগুড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস যথাযথ মর্যাদায় বৃহস্পতিবার পল বেসরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া ওয়াইএমসিএ’র নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর পাবলিক প্রসিকিউটর এ্যাড. মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবনের সর্বত্র স্বেচ্ছাসেবীদের অবদান সম্পর্কে জনসচেতনতা এবং ঘরে ও বাইরে স্বেচ্ছাসেবায় অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণে উৎসাহ প্রদান, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালনের মূল উদ্দেশ্য। স্বেচ্ছায়-স্বপ্রণোদিত হয়ে আর্তমানবতার সেবায় নিয়োজিত হওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আর এটি সমাজের সব বয়সী মানুষের, সকলস্তরের মানুষেরই নৈতিক দায়িত্ব। বিশেষ করে যুবকদের ওপর এই দায়িত্বটি বেশি। দেশের জনশক্তির এক তৃতীয়াংশ যুবক। এদেরকে শক্তিতে পরিণত করার মাধ্যমে প্রত্যেককে একেকজন সেবক হিসেবে গড়ে তুলতে হবে। সর্বোপরি দেশের প্রয়োজনে যুবকরা সংগঠিত হয়ে যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পারে। পিইউপি’র প্রধান সমন্বয়কারী শেখ মো: আবু হাসানাত সাঈদের পরিচালনায় ও কর্মসূচি সমন্বয়কারী শেখ আবু রাহাত মোঃ মাশরুকুল ইসলামের ব্যবস্থাপনায় সমাজ ও দেশের কল্যাণে স্বেচ্ছাসেবী মনোভাবে করণীয় নানা দিক তুলে ধরে আরো বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, শাজাহানপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, সিভিল সার্জন কার্যালয় বগুড়ার শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল হান্নান, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, ব্রাকের জেলা সমন্বয়ক বাবলী সুরাইয়া, ফোকাস সোসাইটির মনিরুল ইসলাম মিলন, ব্যুরো বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার বাহাদুর আলম, টিআইবি’র ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ পিউপি’র প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিন প্রমুখ।