বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে স্থানীয় সরকার ও সুইসকন্ট্রাক্ট এর যৌথ সহযোগিতায় প্রবৃদ্ধি প্রকল্প ও বগুড়া পৌরসভার বাস্তবায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এলইডি ডিজিটাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে। জনগণের সেবা প্রদান এবং পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে স্থাপিত এই বিলবোর্ডটি বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক ও বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ এবং বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম (রিপন), সহকারী প্রকৌশলী শফি মাহমুদ, লাইসেন্স পরিদর্শক আব্দুল হাই, বগুড়া জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বিলবোর্ড নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাতা কুশলী কুষ্টিয়ার প্রোপাইটর মোঃ আনিসুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ রাশেদুজ্জামান পিয়াস, জিয়াউর রহমান লেমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন জানান, এই বিলবোর্ডে যে কোন প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে বিজ্ঞাপণ প্রচার করতে পারবে।