বগুড়ায় পরিবহন শ্রমিক ও চালকদের শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর বগুড়ার আয়োজনে “শব্দদূষণ নিয়েন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় পরিবহন শ্রমিক ও চালকদের নিয়ে এ কর্মশালা হয়। পরিবশে অধিদপ্তর রাজশাহী বিভাগীয় বগুড়ার পরিচালক উপসচিব মুহা: আহসান হাবিবেব সভাপতিত্ব কর্মশালায় বক্তব্য রাখেন বগুড়া জেলা অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল করিম, জেলার সিভিল সার্জন শফিউল আযম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. হাবিবুর রহমান রতন, পরিবেশ অধিদপ্ত রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ার উপপরিচালক সাইফুল ইসলাম। কর্মশালায় বক্তারা বলেন, অনেক চালক যাত্রীর দৃষ্টি আকর্ষণে অযথা হর্ণ বাজান, সড়কে চলাচল করা ছোট পরিবহনগুলোর জন্য হাউড্রোলিক হর্ণ বাজাতে হয় আমাদের। আমরাও আসলে উচ্চ ধাচের হর্ণ বাজাতে চাই না, এতে মানুষের শ্রবণ শক্তি হ্রাস পায়। শব্দ দূষণ নিয়ন্ত্রণে চালকদের সতর্ক হওয়ার প্রতি জোর দেয়া হয় কর্মশালায়। পরিবহন চালক ও শ্রমিকদের শব্দ দূষণের বিষয়ে সচেতন করা, শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও শব্দ দূষণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়।