আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও কলেজ শিক্ষকদের মাঝে প্রীতি ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা সদরের আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে খেলার আয়োজন করা হয়। খেলোয়ার হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা, থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলার আটটি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, উপজেলা কর্মকর্তা ও কর্মচারীর অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠিত টুর্নামেন্টে কলেজ টিমকে পরাজিত করে উপজেলা প্রশাসন জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ইউএনও রুমানা আফরোজ।