পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে হাজি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি দোকান এবং দোকানে থাকা মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ সময়ে আগুনে দগ্ধ হয়ে ৫ জন আহত হয়েছেন। গত সোমবার (০২ ডিসেম্বর) দিনগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। সুজানগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. আব্দুর আলিম জানান, সোমবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে সুজানগর পৌর বাজারের হেলাল হাজির মার্কেটে ডিজেল ও পেট্রোল ব্যবসায়ী জনাব আলীর তেলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলা আগুনে জনাবের দোকান ছাড়াও পার্শ্ববর্তী রেন্টু প্রামাণিকের সেনেটারীর দোকান, আলাউদ্দিনের স্টিলের ফার্নিচারের দোকান, সোনাই শেখের হার্ডওয়ারের দোকান, জিলাল উদ্দিনের ওয়ার্কশপ, বজলু মৃধার রঙের দোকান, ঝন্টু শেখের ওয়ার্কশপ ও সাগর হোসেনের সেনেটারীর দোকান এবং তাদের দোকানে থাকা মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে পাবনা, সুজানগর, কাশীনাথপুর ও সাঁথিয়া উপজেলার ফায়ার সার্ভিসের কর্মী ও আশপাশের লোকজন এসে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুনে পাঁচজন দগ্ধ হয়। তারা হলেন, জনাব আলী (৫০), রবিন হোসেন (২৪), জসিম উদ্দন (২৫), মিরাজুল (১৯), জব্বার আলী (৪৫)। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম জানান, আগুনে দগ্ধ ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত জনাব আলী সহ অন্যান্য ব্যবসায়ীদের দাবি। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, ’জনাব আলীর দোকানে একটি তেলের লরী থেকে তেল আনলোড করার সময় হঠাৎ করে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানতে পেরেছি। আমরা ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসক কার্যালয়ে জমা দিয়েছি।’