মোকামতলা ( বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জে মৃত্যু গরু জবাই করে মাংস প্রস্তুতি সময় পুলিশ তিনজনকে আটক করেছেন। আটককৃতরা হলেন উপজেলার পৌরসভার রাঙ্গামাটি গ্রামের রাজা ফকির (৫৭) শহিদুল ইসলাম (৪০) আচলাই গ্রামের আব্দুল সামাদ (৪৬) শিবগঞ্জ থানা ওসি আব্দুল হান্নান জানান আটককৃতরা কত রোববার দিবাগত রাতে পৌরসভার স্থানীয় অর্জুনপুর ব্রিজের পাশে গরু জবাই করে মাংস তৈরির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদ পেয়ে পুলিশ রাত ৩টায় ঘটনা স্থল থেকে জবাই করা গরুর কিছু মাংস সহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা পুলিশের কাছে স্বীকার করেন যে উপজেলার আলাদিপুর গ্রামের বাকিল উদ্দিনের একটি গাভি গরু গত রোববার রাতে মারা যায়। গরুটির মালিকের অনুমতিক্রমে গরুটি তারা ওই স্থানে নিয়ে আসেন। এবং মৃত্যু গরুটি জবাই করে তার মাংস পরের দিন সকালে বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতরা পেশায় মাংস ব্যবসায়ী বলে ওসি জানান।