শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে উপজেলায় কৃষি জমি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইট ভাটায় সরবরাহ সময় আবু শহীদ মুহাম্মদ আজমল হক (৫৩)কে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার মাঝিড়া ইউনিয়নে সুজাবাদ এলাকায় রবিবার (১ ডিসেম্বর) রাত ১১ টায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
ভ্রাম্যমাণ আদালত তথ্য মতে,উপজেলার সুজাবাদ এলাকায় আবু শহীদ মুহাম্মদ আজমল হক অবৈধভাবে ফসলি জমির উপরিভাগ বানিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করছিলেন। খবর পেয়ে অবৈধভাবে উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাহার উদ্দিনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম জানান, উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে আবু শহীদ নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং তার পরিবারের মুচলেকায় তিনি ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন মর্মে লিখিত দেন।
ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়।অবৈধ মাটি উত্তোলন বন্ধে উপজেলা ব্যাপী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।