তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখরো এই স্লেগানে বগুড়ায় ২দিনব্যাপি তথ্য মেলার উদ্বোধন হয়েছে। সোমবার দুপুর সাড়ে ৩টায় শহীদ খোকন পৌর শিশু উদ্যান মাঠে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে ও জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগীতায় এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো: রায়হান, ডেপুটি সিভিল সার্জন ডা: শাহানাজ পারভীন, সনাক বগুড়ার সভাপতি অধ্যাপক ওসমার গণি, সনাক ঢাকার কো-অডিনেটর আতিকুর রহমান, সনাক বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি হোসনে আরা হায়দার, মেলা কমিটির আহবায়ক ও সনাক সদস্য বীর মুক্তিযোদ্ধা মাসুদার রহমান হেলাল। মেলায় দর্শনার্থীদের হাতে-কলমে তথ্য অধিকার ফরম পূরণ বিষয়ক ওরিয়েন্টেশন ও তথ্য প্রাপ্তিতে সহায়তা দেয়া হয়। ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালিত হয় এবং মেলায় আগত দর্শনার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলার সরকারি ও বেসরকারি মোট ২৯টি স্টল অংশগ্রহন করেন।