দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল বারাকাত মোঃ বেলাল উদ্দীনকে কয়েকজন দুস্কৃতকারী তার কার্যালয়ে প্রবেশ করে চাঁদা দাবী, তাকে টেনে হেঁচড়ে মারধরের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার আয়োজনে গত ২ডিসেম্বর সোমবার বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া সিওঅফিস বাসস্ট্যান্ডে দুপুর ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ মানবববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হামিদ রুবেল, অধ্যক্ষ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক খলিলুর রহমান, প্রধান শিক্ষক মাহমুদুর রশীদ, উপজেলা শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার সভাপতি অধ্যক্ষ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক সুপার সাইফুল ইসলাম, দুপচাঁচিয়া উপজেলা তৃতীয় শ্রেণি কর্মচারী জোটের সভাপতি মেহেরুল ইসলাম, সহকারী গ্রন্থাগার তাজুল ইসলাম, ভুক্তভোগী জোহালী মাটাই টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল বারাকাম মোঃ বেলাল উদ্দীন প্রমুখ। মানববন্ধনে কলেজ, স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ গত ২৫নভেম্বর মাটাই গ্রামের আব্দুর রহিম, হান্নান ফকির, শাকিল আহম্মেদ শারিকুল, কাওসার আলী, আকরাম হোসেন ও সাদেকুল ইসলাম মাদ্রাসার সুপার আবুল বারাকাত মোঃ বেলাল উদ্দিনের কক্ষে প্রবেশ করে তাকে লাঞ্ছিত করে চাঁদা দাবীর ঘটনায় মাদ্রাসার সুপার বেলাল উদ্দীন ২৭নভেম্বর দুপচাঁচিয়া থানার একটি সাধারণ ডায়েরী করেছেন।