রোববার থেকে জনতা ব্যংক পিএলসি সপ্তপদী মার্কেট শাখা শহরের ষ্টেশন রোডস্থ বগুড়া প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের প্রধান ও জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ একরামুল হক আকন । বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ আকতার হোসেন , বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস । ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক দীপন কুমার নন্দী এর উপস্থাপনায় ও বগুড়া এরিয়া অফিসের ডিজিএম মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী , সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ফিতা ও কেক কেটে ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন । শেষে ব্যাংকের সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।