সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে এক দোকানে অভিযান চালিয়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: হুমায়ুন কবির উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মেসার্স ভাই ভাই ফল ভান্ডারের মালিক নিপুন কুমার সরকারকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, এই আইনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করার কথা থাকলে প্রথম অবস্থায় সতর্ক করার লক্ষে জরিমানা কমিয়ে দেওয়া হয়। জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় রায়গঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।