শুক্রবার বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির বার্ষিক নির্বাচনে’২৫ বিএনপি সমর্থিত ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম মনোনীত মুক্তা -রফিক পরিষদ পূর্ন প্যানেলে জয়লাভ করেছেন। সারাদিন ভোট গ্রহন ও গণনা শেষে রাত ১২টায় নির্বাচন কমিশন প্রার্থীদের বিজয়ী ঘোষনা করেন। বার সমিতির ১৩টি পদে ৮৬২জন ভোটারের মধ্যে ৭৮৯জন ভোটার ভোট দেন। সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন মোঃ আতাউর রহমান খান মুক্তা ও সাধারন সম্পাদক পদে ৩য় বার নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম (১) । অন্যান্য পদে নির্বাচিতরা হলেন একই প্যানেলের সহসভাপতি প্রার্থী আতিকুল মাহবুব সালাম ও শাফি আহম্মেদ মিঠু, যুগ্ম সম্পাদক পদে আব্দুল মতিন মন্ডল ও এসএম নুরুজ্জামান ( মেহবুব) , লাইব্ররেী ও সমাজকল্যাণ সম্পাদক জাকারিয়া সরকার ( ফেরদৌস ) ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস আব্দুল্লা-হিল -বাকী লিপন, সদস্য পদে ৫জন হলেন, আশরাফুজ্জামান আশিব, নিউটন খন্দকার, মিন্টু কুমার বসাক, মোস্তফা শাকিল ও মৌসুমী আকতার। বিজয়ী সভাপতি ও সাধান সম্পাদক ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ ছাড়া বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনে জামায়াত সমর্থিত ল ইয়ার্স কাউন্সিল ১৩ পদে ও বাম জোট সমর্থিত গণতান্ত্রিক আইনজীবি সমিতি মনোনীত প্যানেলের ৫ প্রার্থী ছিলেন।