এই দেশ কারও অধীনে নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পক্ষপাতি হয়ে বিবৃতি দিচ্ছে ভারত।’ তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ থাকলে কেউ কিছু করতে পারবে না। বিজয় হবে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অন্যথায় ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ হয়ে যাবে।’ আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে খেলাফত আন্দোলন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, ‘এই দেশের মানুষ বহুবার রক্ত দিয়েছে। কিন্তু যে কারণে রক্ত দিয়েছে সেটা পুরোপুরি অর্জন হয়নি। স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, সেই স্বাধীনতা মাত্র তিন বছরের মধ্যে ভূলুণ্ঠিত হয়েছে। বাকশাল কায়েম করা হয়েছে।’ তিনি বলেন, ’৯০-এর ছাত্র গণঅভ্যুত্থান করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এর মধ্যে এক জালেম শাসক অর্জিত গণতন্ত্রকে জবাই করেছে অনেকবার। আগের রাতের নির্বাচন, ডামি প্রর্থী নির্বাচন করে- নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়। সঠিক নির্বাচন না হলে গণতন্ত্র হয় কী করে? যারা তাদের পক্ষ অবলম্বন করেছে তারা সবাই গণতন্ত্রের শত্রু, স্বাধীনতার শত্রু। শহীদদের প্রতি দায় এড়াতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’ নজরুল ইসলাম খান বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। তাদের অনেক টাকা। তারা আমাদের আন্দোলনের সাফল্য বর্থ্য করার চেষ্টা করবে। তারা বলেছে, আর একবার যদি সুযোগ পাই, কাউকে ছাড়বে না। এই বয়সে জেল খেটেছি। হাসিনা পালানোর পর ৬ তারিখে জেল থেকে বের হয়েছি।’ তিনি বলেন, ‘এই সরকারকে ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাদের সঙ্গে নিয়ে এক্য গড়ে তুলতে হবে।’