রোটারি ক্লাব অব বগুড়ার উদ্যোগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক শিশুকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটে মামদুদুর রহমান হল রোটারি ভেন্যু জামিল শপিং সেন্টার, দত্তবাড়ী রোটারি ভেন্যুতে ক্লাবের সাপ্তাহিক মিটিংয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক শিশুকে এই সহায়তা প্রদান করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো: সাইরুল ইসলামের সভাপত্বিতে ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান শাহ্ মো: মাহমুদুর রহমান জনির পরিচালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে রোটারিয়ানরা বলেন, রোটারি তার যাত্রালগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। মানুষের কল্যানে যা ইতিবাচক তার সবটুকু করছে রোটারি। এরই ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব বগুড়া গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। এভাবে যদি সমাজের বিত্তবান মানুষ তাদের পাশে দাঁড়ায় তবে চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন করা সম্ভব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো: রেজাউল হাসান রানু, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মামদুদুর রহমান শিপন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মাহাবুবর রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান তপন চক্রবর্তী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ জিন্নাহ, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল ওয়াহাব তারেক, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো: মোস্তাফিজার রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো: সাজেদুল বারী লিখন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো: শাহীন কাদির, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো: রফিকুল ইসলাম বুলবুল, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান এ্যাড মো: শফিকুল ইসলাম শফিক, ডাইরেক্টর রোটারিয়ান মো: সানাউল হক দুলাল, ডাইরেক্টর রোটারিয়ান মো: মনজুর কাদের, ডাইরেক্টর রোটারিয়ান কামাল ইনেনু টিংকু, ডাইরেক্টর রোটারিয়ান ডা: মো: ইব্রাহিম খলিলুল্লাহ, সাজেন্ট এট আর্মস রোটারিয়ান মো: রফিকুল ইসলাম রফিক, সাজেন্ট এট আর্মস রোটারিয়ান মো: মাহবুব সাঈদী প্রিন্স, রোটারিয়ান মো: রেজাউল হক বুলু, রোটারিয়ান মো: শফিউর রহমান মিলন, রোটারিয়ান চন্দন কুমার রায়, রোটারিয়ান এস এম সিদ্দিকুর রহমান, রোটারিয়ান মো: আখতারুল ইসলাম আখতার, রোটারিয়ান ড. আহমেদ আবদুল্লাহ, রোটারিয়ান এস এম আরিফ, রোটারিয়ান ডা: মো: সুলতান ইবনে সাঈদ প্রমুখ। সভায় ক্যান্সার আক্রান্ত শিশুর বাবা মো: রুবেল হাসান-কে তার মেয়ে মোছা: তাবাসসুম এর চিকিৎসা সেবার জন্য আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।