মোঃ হাসানুজ্জামান, বদলগাছী( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং ১৪ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসব সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান আলী, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুন, বদলগাছী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেন উকিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, বদলগাছী প্রেসক্লাবের সম্পাদক আবু জর গিফারী, সাংবাদিক ফজলে মওলা, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা হয় এবং মাদক নির্মূলের জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষের যার যার অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে আহ্বান জানানো হয়। আসন্ন বুদ্ধিজীবি দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সরকারি নির্দেশনা মোতাবেক যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।