বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের (২০২৪- ২০২৭) বর্ষের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফল হস্তান্তর। বুধবার (২৭ নভেম্বর) বিকালে সংগঠনের কার্যালয়ে বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের (২০২৪- ২০২৭) বর্ষের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপিকা মাহমুদা হাকিমসহ বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত নেতৃবৃন্দদের কাছে ফলাফল হস্তান্তর করেন নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিসার মোছাঃ আছিয়া খাতুন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কার্যনির্বাহী পরিষদের ২৩ পদের বিপরীতে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আজ বুধবার (২৭ নভেম্বর) ছিলো যাচাই বাছাই। যাচাই-বাছাই করে কার্যনির্বাহী পরিষদের ২৩ পদের বিপরীতে ২৩ জন প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত ঘোষনা দেওয়া হয় ।
বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিতরা হলেন, সহ-সভানেত্রী অধ্যক্ষ ফজিলাতুন্নেছা ও অধ্যক্ষ শেফালী হাসান, সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা মাহমুদা হাকিম, যুগ্ন-সম্পাদিকা আনজুমান আরা লাভলী, কোষাধ্যক্ষ নাসিম নাহার বারী, ক্রীড়া ও সাংস্কৃতিক হাসনা খাতুন, কুটির শিল্প লায়লা আঞ্জুমান বানু, প্রচার ও আপ্যায়ন ইসরাত জাহান মিতু, সাহিত্য ও পাঠাগার নূর দিয়া জাহান লিটা, ধর্মীয় সম্পাদক লিজা তাসমিন। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত সালেহা হোসেন, রওশন আরা জামান, হাবিবা বেগম, ওয়াহিদা রহমান রিপা, শামীমা আক্তার, অ্যাডভোকেট সোহানা রহমান, রোকেয়া বেগম, সৈয়দা মনিরা বেগম পাপিয়া, নাসরিন আরা চৌধুরী, ইয়াসমিন হাসান, তানজিনা সেলিম জেনী, জেবুন নাহার মিলি, হেফাজত আরা মিরা।