বগুড়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফার লিফলেট বিতরন করছে বগুড়া জেলা যুবদল ও ছাত্রদল। মঙ্গলবার শহরের কালিতলা, মহাস্থান, শিবগঞ্জ, সোনাতল, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলায় বগুড়া জেলা যুবদলের উদ্যোগে সাধারণ জনগণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল। এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারন সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কী, সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস।
অপরদিকে বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায়, শাজাহানপুর, শেরপুর ও ধনুট উপজেলায় বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে সাধারণ পথচারীদের মাঝে লিফলেট বিতরণন করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম এর হাসান পলাশ, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন।