নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ২৬ শে নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ২ মিষ্টি ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের শিমলা বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ধারায় ভাই-বোন মিষ্টি ঘরের মালিক জনাব আলী ও সাকিব মিষ্টি ঘরের মালিক শাহাজাহান আলীকে ১হাজার টাকা করে উভয়কে মোট ২ হাজার টাকা জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ওই সময় প্রসিকিটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার এসআই মো: শরিফুল ইসলাম।