গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী উত্তরপাড়া গ্রামের বিএনপির নেতা মরহুম আব্দুস বায়েস জোয়াদ্দার (৭৫) এর নামাজে জানাজা স্থানীয় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। নামাজে জানাজায় অংশ নেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গদল এবং স্থানীয় মুসল্লীগণ।