মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় বিএনপির নির্দেশে রবিবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে ব্যানার ফেস্টুন অপসরণ কার্যাক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপি সহ-সভাপতি ও থানা বিএনপি সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বুলবুল ইসলাম, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, আফছার আলী, আবু তাহের, অধ্যক্ষ আব্দুল আলীম, ইদ্রিস আলী, আনোয়ারুল ইসলাম মুকুল, যুবদল নেতা খালিদ হাসান আরমান, জোবায়ের হোসেন, সেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন, মাহদি হাসান তমাল, আল আমিন, সাদ্দাম হোসেন প্রমুখ। ব্যানার ফেস্টন অপসারণের উদ্বোধন কার্যক্রম শেষে মুগ্ধ স্কয়ারে জেলা বিএনপি সহ-সভাপতি ও থানা বিএনপি সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশ মোতাবেক আগামী ৩ দিনের মধ্যে পৌর এলাকাসহ ১২টি ইউনিয়নের সকল প্রকার ব্যানার ফেস্টন অপসারণ করা হবে।