সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়ুর্বেদিক ঔষধে দ্বারা চিকিৎসা দিন দিন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। বেশ কিছুদিন যাবৎ দেশের অধিকাংশ হাসপাতাল গুলোতে আ্যলোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক ও আয়ূর্বেদিক ইউনানী পদ্ধতির চিকিৎসা চালু হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে আ্যলোপ্যাথিকের পাশাপাশি আয়ূর্বেদিক এবং ইউনানী ঔষধ দ্বারা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। দায়িত্বরত হারবাল এসিস্ট্যান্ট সাইফুল ইসলাম জানান, এ বিভাগে জনবল এবং আরো কিছু সুযোগ সুবিধা দিলে আয়ুর্বেদিক চিকিৎসার সুফল ও জনপ্রিয়তা আরো বারবে। জানা যায়, এই হাসপাতালের ডাক্তার বেলাল প্রতিদিন ৫০ থেকে ৬০ জন রোগী দেখেন এবং তাদেরকে প্রয়োজন মোতাবেক অন্যান্য ঔষধের পাশাপাশি আয়ূর্বেদিকের ব্যবস্থা পত্র দিয়ে থাকেন।
হাসপাতাল তথ্য অনুযায়ী প্রতিবছর ২০ থেকে ২২ হাজার রোগীকে চিকিৎসার মাধ্যমে আয়ুর্বেদিক ঔষধ বিতরণ করা হয়। গতকাল সরেজমিনে দেখাগেছে, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদীর নিজ উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে দুইটি প্রদর্শনী ভেষজ বাগান রয়েছে এবং তার কার্যকারিতা সাইনবোর্ডে লেখা রয়েছে। বর্তমানে অল্টারনেটিভ মেডিকেল কেয়ার(এ.এম.সি) তে এই সেক্টরে একজন আয়ুর্বেদিক ডাক্তার ও একজন হারবাল এসিস্ট্যান্ট কর্মরত আছেন। হাসপাতালের একটি সজ্জিত রুমে এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।