চুয়াডাঙ্গা জেলা বিএনপির কর্মী শহীদ আব্দুল হাই বল্টুর মেয়ে কান্না ও আর্তনাদ করে বলেন, ‘আমার বাবাকে ১২ সালে ঈদের চাঁদরাতে নির্মমভাবে কুপিয়ে আহত করে আওয়ামী সন্ত্রাসীরা। ওই দিন প্রশাসনের কোনো সহযোগিতা পাইনি আমরা। দু’দিন পরে চিকিৎসাধীন অবস্থায় আমার বাবা মারা যান। এরপর থেকে কোনো ঈদে মাকে আমি নতুন কাপড় পরতে দেখিনি। বাবা বলে ডাকতে পারি না।’ শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল সম্মেলনে বাবার স্মৃতি তুলে ধরে এসব কথা বলে বল্টুর মেয়ে। বল্টুর মেয়ে বলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পেয়ে আজ আমার কষ্ট কিছুটা লাঘব হয়েছে। তিনি সবসময় আমাদের পরিবারের পাশে ছিলেন। বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি কামনা করেন পিতাহারা এই কন্যা। বিএনপির পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির শহীদ ছয় কর্মীর পরিবারের হাতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাউন্সিল সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘শেখ মুজিব অসংখ্য মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। বিরোধিতার কারণে আমাকে ৭৩ সালে জেলে নিয়েছিল। আমার চাচাতো ভাইকে গুম করেছে, এখনো তার খোঁজ পাইনি।’ তিনি বলেন, এখনো কাজ শেষ হয়নি, বিএনপি যতদিন না সরকার গঠন করবে, ততদিন পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।