পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর ব্যাডমিন্টন একাডেমীর উদ্যোগে ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চাটমোহর পৌর সদরের নতুন বাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. এম এ জলিল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফরহাদ পারভেজ লিখন, ডা. আসিফ উদ্দিন খান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী কে এম সাইদ উল ইসলাম কাফি, আলহাজ্ব আজিজুল হক আরজু, আব্দুস সালাম সরকার, সিরাজুল ইসলাম সিরাজ, প্রবীণ ক্রীড়াবিদ আব্দুল বারী গুরু, আশরাফুল আলম হেলাল প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন, চাটমোহর ব্যাডমিন্টন একাডমীর আহবায়ক তৌহিদুল ইসলাম তাইজুল। পরে আসন্ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের বাজেট উপস্থাপন করা হয়।