পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে নারী ফুটবল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো খালেদা জিয়া প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার হরিপুর খেলার মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় দিনাজপুর মহিলা ফুটবল একাদশ ট্রাইবেকারে ৫-৪ গোলে ঢাকা মহিলা ফুটবল একাদশ কে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হয়। খেলায় বিজয়ী দলকে এক লাখ টাকা ও রানার্সআপ দল কে আশি হাজার টাকা প্রাইজমানি পুরস্কার দেওয়া হয়। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শণ করা হয়। হরিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই প্রীতি ফুটবল ম্যাচ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পাবনা-৩ এলাকার সাবেক সাংসদ কে এম আনোয়ারুল ইসলাম। হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কফিল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান নয়ন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু প্রমুখ। খেলা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। নারী ফুটবল দলের খেলা দেখতে বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। উভয় দলে জাতীয় নারী ফুটবল দলের একাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন।