মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: দেশে নারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে প্রথম নারী ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) নগরীর ভদ্রায় ফোরসাইট স্কুল প্রাঙ্গনে দুইদিন ব্যাপী নারী ফটোগ্রাফি এক্সিবিশন আয়োজন করেন লিসেনিং ওয়ার্ডস নামক নারী উন্নয়ন প্রতিষ্ঠান। যেখানে অংশগ্রহণকারী প্রত্যেক আলোকচিত্রীই নারী এবং প্রদর্শনীতে আসা প্রত্যেক দর্শকও নারী বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রায় শতাধিক ছবি থেকে নির্বাচিত অর্ধশতাধিক ছবিই এই এক্সিবিশনে প্রদর্শন করা হয়েছে। তবে এক্সিবিশনে অংশগ্রহণকারী আলোকচিত্রীদের মধ্যে সর্বোচ্চ ৩ জন হবেন সেরা আলোকচিত্রী এবং পাবেন সেরা আলোকচিত্রী এওয়ার্ড। এছাড়াও সর্বোচ্চ ৫ জন হবেন মনোনীত সেরা আলোকচিত্রী। উক্ত প্রদর্শনীতে আলোকচিত্রের বিচারক হিসেবে আছেন খ্যাতিমান নারী আলোকচিত্রী নওরিন আনসারি। যিনি তার মনোরম সাদা-কালো ছবির জন্য দেশজুড়ে সুনাম অর্জন করেছেন। এছাড়াও দেশের দশজন নারী আলোকচিত্রী উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর আয়োজকরা জানিয়েছেন, দেশের নারীদের ছবি তোলায় আগ্রহী করে তোলার জন্য তাদের এই বিশেষ আয়োজন। যেহেতু তারা নারীদের নিয়ে কাজ করেন। নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকেন এই নারী উন্নয়ন প্রতিষ্ঠান লিসেনিং ওয়ার্ডস। তাই নারীদের নিয়ে অন্যান্য ক্ষেত্রগুলোতেও রাখতে চান সফলতার ছাপ। এরই ধারাবাহিকতায় তারা আয়োজন করেন, আলোকচিত্রী প্রদর্শনীসহ ম্যাগাজিন এবং বিভিন্ন নেটওয়ার্কিং ইভেন্টও।