মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : আবহমানকালের ঐতিহ্যবাহী নবান্ন উৎসবে মেতেছে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। অগ্রহায়ণ মাসে রোপা আমন ধান কাটার পর সেই নতুন ধানের চাল দিয়ে রান্নার দিন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা এ উৎসব পালন করে। এ উৎসবের মধ্য দিয়ে তারা ভাল ফসল দেওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানায় এবং আগামীতে আরো ভাল ফসল যেন হয় সে প্রার্থনা করে। এ দিন বাড়িতে নতুন ধানের চালের ভাতের সাথে নানান প্রকার পিঠা-পুলি ও খির পায়েশ রান্না করা হয়। বাড়ি বাড়ি এ উৎসব পালন হলেও এবার সামাজিকভাবে পালিত হল এ উৎসব। বুধবার নওগাঁর পত্নীতলা উপজেলার সাহাজাদপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পল্লীতে সামাজিকভাবে এ ঐতিহ্যবাহী নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা কারিতাসের আশা প্রকল্প এ নবান্ন উৎসবের আয়োজন করে। এ উৎসবে নওগাঁর মহাদেবপুর, পত্নীতলা, পোরশা, সাপাহারসহ বিভিন্ন উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ অংশগ্রহণ করে। দুপুরে নতুন ধানের ভাত ও খির পায়েশ খাওয়ার পর আয়োজন করা হয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিযোগিতা। এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। পরে নির্বাচিত ছয়টি সাংস্কৃতিক দলের মাঝে কারিতাসের আশা প্রকল্পের পক্ষ থেকে মাদলসহ বিভিন্ন সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়। নবান্ন উৎসব উদযাপন কমিটির সভাপতি মতিলাল এক্কার সভাপতিত্বে সাংস্কৃতিক উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা যতিন টপ্য, সুধির তির্কী, কারিতাসের মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা, সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ প্রমুখ।