বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানের উন্মুক্ত মঞ্চে নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বরার্ট রবিন মারান্ডী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জীবন হচ্ছে জাগ্রত মুহুর্তের কতকগুলো অনুভুতির সমষ্টি। প্রতিটি জীবন অনুভুতি এক একটি অভিজ্ঞতায় তাৎপর্যবাহী ছোট ছোট বালুকণা আর বিন্দু বিন্দু জলের মতই অভিজ্ঞতাগুলো সঞ্চিত হয়ে অতল সাগরের মতো অফুরান সম্ভাবনাময় মানব জীবনকে গড়ে তোলে। নবীনবরণের অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতাই বলা চলে। এসেছে নতুন তাকে ছেড়ে দিতে হবে স্থান, কবির এ বাণী চিরন্তন। নতুনদের আহ্বান করতে পুরাতনদের স্থান ছেড়ে দিতে হবে এটাই যেন চিরন্তন রীতি। নতুনদের আহ্বান জানাতেই নবীনবরণের মতো এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে এ শিক্ষা প্রতিষ্ঠানটি। শ্ক্ষিাক্ষেত্রে কলেজের সুনাম ও ঐতিহ্য রক্ষার সুমহান দায়িত্ব তোমাদেরকেই পালন করতে হবে। সেই সাথে সুশিক্ষায় আলোকিত হতে হবে। পাশাপাশি সুশৃঙ্খলা-নিয়মানুবর্তিতা, অধ্যবসায় এসব বিষয়ে সজাগ থাকতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা, সহকারী প্রধান শ্ক্ষিক পারভীন আকতার, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সষ্টিটিউট এর উপাধ্যক্ষ আইএনএম মাহবুবুল ইসলামসহ প্রমুখ। কোরআন পাঠ, গীতা পাঠ ও বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। কলেজ ভবন সেজেছিল বর্ণিল সাজে। নবীনদের অভ্যর্থনা জানাতে ক্যাম্পাস ছিল শোভাময়। উষ্ণ অভ্যর্থনা পেয়ে উল্লসিত চিত্তে নবাগতরা শিক্ষক-শিক্ষিকা, বন্ধুদের আপন করে নিয়েছে, হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছে যা কোনদিন ভুলবার নয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।