জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বুধবার রাতে বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়ায় জাহানাবাদ মাদরাসা পাড়ায় নিহত শহীদ আব্দুল আহাদ সৈকতের কবর জিয়ারত করেন ও পরিবারের সদস্যদের শান্তনা দেন। এ সময় উপস্থিত বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, উপজেলা সুরা সদস্য অধ্যাপক মাওলানা মতিউর রহমান, শহীদ সৈকতের বাবা মো: নজরুল ইসলাম, বালুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাবিরুল ইসলাম সেক্রেটারী গোলাম ফারুক প্রমুখ। গত ৫ আগস্ট রাজধানী ঢাকার সাভারে পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাদশ শ্রেণীর ছাত্র আবুল আসাদ সৈকত নিহত হন। খবর বিজ্ঞপ্তির।