বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের (২০২৪- ২০২৭) বর্ষের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ৭ ডিসেম্বর। এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিন ছিল বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংগঠনের কার্যালয়ে দুপর ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচন উপ পরিষদের সভানেত্রী বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ। নির্বাচন কমিশনার পাশাপাশি সার্বিক সহযোগিতা করেন বগুড়া জেলা পুলিশ সুপারের পত্নী, উপ-পরিচালক মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা। উৎসবমুখর পরিবেশে স্বত:স্ফুর্তভাবে কার্যনির্বাহী পরিষদের ২৩ পদের বিপরীতে ২৩ জন প্রার্থী বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিসার মোছাঃ আছিয়া খাতুন এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কার্যনির্বাহী পরিষদের ২৩ পদের বিপরীতে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সহ-সভানেত্রী দুইটি পদে দুই প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন অধ্যক্ষ ফজিলাতুন্নেছা ও অধ্যক্ষ শেফালী হাসান এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপিকা মাহমুদা হাকিম একক প্রার্থী। এছাড়া অন্যান্য পদে একক প্রার্থী যুগ্ন-সম্পাদিকা পদে আনজুমান আরা লাভলী, কোষাধ্যক্ষ পদে নাসিম নাহার বারী, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে হাসনা খাতুন, কুটির শিল্প পদে লায়লা আঞ্জুমান বানু, প্রচার ও আপ্যায়ন পদে ইসরাত জাহান মিতু, সাহিত্য ও পাঠাগার পদে নূর দিয়া জাহান লিটা, ধর্মীয় সম্পাদক পদে লিজা তাসমিন। সদস্য পদে ১৩টি পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন সালেহা হোসেন, রওশন আরা জামান, হাবিবা বেগম, ওয়াহিদা রহমান রিপা, শামীমা আক্তার, অ্যাডভোকেট সোহানা রহমান, রোকেয়া বেগম, সৈয়দা মনিরা বেগম পাপিয়া, নাসরিন আরা চৌধুরী, ইয়াসমিন হাসান, তানজিনা সেলিম জেনী, জেবুন নাহার মিলি, হেফাজত আরা মিরা।