নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুওে নওগাঁ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা হল রুমে এ পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আউয়াল। নওগাঁ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে এসময় নওগাঁ জেলা শিক্ষা অফিসার মাহফুজা খাতুন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মাসুদুল ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।