নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় তারুণ্য নির্ভও উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নওগাঁ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হল রুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আউয়াল। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মাসুদুল ইসলামের সভাপতিত্বে এসময় নওগাঁ জেলা শিক্ষা অফিসার মাহফুজা খাতুন, নওগাঁ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমূখ সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ গঠনে তরুণ সমাজের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতনতামূলক জনভিত্তিক লভ্যাংশ কে কাজে লাগিয়ে, তথ্য প্রযুক্তিতে ও কর্মমুখী প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানের গুরুত্ব রাখতে হবে ।