পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। শেখ হাসিনা পালানোর পর সকলের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে। এ পরিবর্তন আমাদের বুকে ধারণ করতে হবে। এ পরিবর্তনের প্রতিফলন যদি সামাজিক কর্মকাণ্ড ও ক্রীড়াঙ্গনে ঘটাতে পারি, তবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহামুদ চৌধুরী বলেন, ‘শুধু রাজনীতির মাধ্যমে নয়, খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী সকল শক্তিকে নিয়ে, এদেশের সকল স্তরের সম্মিলিত মানুষকে সাথে নিয়ে নতুন একটি দেশ গড়তে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আরেকটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে দেশবাসী। শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই দেশে একটি পরিবর্তন বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছে। এই পরিবর্তন আমাদের ধরে রাখতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের কাছে ঋণ আসে ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকা। আর সেই ঋণের ১৭ লাখ ৩৫ হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ। এটা শেখ হাসিনার অবদান।’ এ সময় বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হক প্রমুখ।