নওগাঁয় বন্ধুমিতালী ফাউন্ডেশন সাড়ে ৫ হাজার গ্রাহকের প্রায় ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ায় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুর গ্রেফতার ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভ’গি গ্রাহক পরিবাররা। মঙ্গলবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড়ে প্রায় ২শতাধিক গ্রাহকরা ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন করেন। মানববন্ধনে ভুক্তভ’গিরা জানান, নওগাঁ শহরের খাঁস-নওগাঁ পোষ্ট অফিস পাড়া এলাকায় গত কয়েক বছর থেকে বেসরকারি সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান ঋনদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। জামানতকারীদের লাখে দুই থেকে আড়াই হাজার টাকা মুনাফা দিতেন প্রতিষ্ঠানটি। জেলার ১১ টি উপজেলা সহ বিভিন্ন স্থানে এ সংস্থার শাখা রয়েছে। উচ্চ মুনাফার ফাঁদে পড়ে গ্রামের সহজ-সরল শত শত মানুষ কোটি কোটি টাকা আমানত রাখে। গত ১২ নভেম্বর সংস্থার সব কার্যক্রম বন্ধ করে দিয়ে রাতের আধারে সাড়ে ৫ হাজার গ্রাহকের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় সংস্থার পরিচালক ও চেয়ারম্যান। শত শত গ্রাহক প্রতিদিন সংস্থার প্রধান কার্যালয়ে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। গ্রাহকদের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ মানববন্ধনে গ্রাহকরা বন্ধু মিতালী ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুর গ্রেফতারের দাবি জানান। এসময় ভ’ক্তভ’গি শারমিন আক্তার, এমামুল হক, আব্দুল জলিল, সামসুর রহমান, নাসরিন আক্তার, মাসুদা, মনসের সহ অন্যান্যরা বক্তব্য রাখেন ।