গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ সারাদেশে জেলাভিক্তিক সাম্য ও মানবিক-সমাজ বির্নিমানে ২৩শে নভেম্বরে বগুড়ায় যৌথ কর্মীসভা সফলের লক্ষ্যে মঙ্গলবার দলীয় কার্যালয়ে বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম, মতিয়ার রহমান, আশরাফুল ইসলাম, মশিউর রহমান সুমন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজাউদ্দিন সুজা, যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন, নিহাদ রহমান বাদল, ইলিয়াছ মাহমুদ উজ্জল, যুবদল নেতা আমিনুল ইসলাম বাবু, এমডি রতন, জনি ইসলাম, আব্দুর রব বাশার, আব্দুল কাদের, শিপন, সুলতান, লুৎফর, মিঠু, মানিক, বেলাল, সাইফুল, আল আমিন, টপি, নুর, কামরুল, আঞ্জু মন্ডল, জাহাঙ্গীর পোটল, হাসানুর, রেজাউল করিম রেজা, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকার, সদস্য সচিব আব্দুর রহমান লেমন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সহ-সভাপতি তৌকির, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব, মানিক বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সহ-সভাপতি আলামীন প্রমুখ। এ সময় উপজেলা ও পৌর যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।