সোমবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপা আতপজান মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের প্রশাসক নুসরাত জাহান বন্যা।
আরও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, অত্র বিদ্যালয়ের দাতা সদস্য সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম, প্রধান শিক্ষক বজলুর রহমান, অত্র বিদ্যালয়ের উপদেষ্টা মতিয়ার রহমান দুলু মাষ্টার, কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক আবু তাহের সহ অভিভাবক বৃন্দ প্রমূখ।