মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানী রূপান্তর নীতি-২০২৪ বাস্তবায়ন এবং এ নীতির আলোকে জ্বালানী খাত সংস্কার ও জ্বালানী অপরাধীদের বিচারসহ ২১ দফা দাবীতে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে কনজ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর নওগাঁ জেলা কমিটি। সোমবার মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় ক্যাব এর নওগাঁ জেলার সভাপতি আজাদুল ইসলাম আজাদ, মহাদেবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুবেন চন্দ্র বর্মন, বিডি ক্লিনের সমন্বয়ক মো: মাহাবুবুর রহমানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এর আগে একই দাবীতে গত রবিবার নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর মাধ্যমে ক্যাব নওগাঁ জেলা কমিটি প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করে।