বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল এর রাজনৈতিক কার্যালয়ে তাঁরই সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সহ-সভাপতি আব্দুল আজিজ, দেওয়ান সোহেল, ইউপি চেয়ারম্যান আল এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ, মহিলা দলের সভানেত্রী শাম্মী আক্তার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বিগত মাসের কার্যক্রম এবং আগামীতে দলকে শক্তিশালীকরণে নেতা কর্মীদের সার্বিক অংশগ্রহণ বিষয়ে আলোচনা এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল।